Sunday, September 9, 2018

আচমকা ইবাদত

স্কুলে থাকতে পরীক্ষা আসলে আমাদের নামাজ কালাম পড়া খুব বেড়ে যেতো। আব্বু এটা নিয়ে খুব হাসাহাসি করত। আর তার ছোট বেলার এই সংক্রান্ত গল্প বলত।
স্বাধীনতা যুদ্ধের আগের কথা। আব্বু তখন অনেক ছোট। খেলাধুলা করে সন্ধ্যায় বাড়ি ফিরার পথে একটা জঙ্গলের মতন ছোট ঝোপ-ঝাড় পার হয়ে আসা লাগতো। অনেকেই বলত সেখানে ভূত আছে। তারা সবাই বিশ্বাসও করত। ঐ পথ ধরে আসার পথে সবাই নিজস্ব ভাণ্ডারে থাকা সূরা কালাম পড়তো। তাদের মাঝে একজন, হামিদ, সে এক ডিগ্রি বেশি ছিল। সে দোয়া কালাম পড়ার পাশাপাশি বলতে থাকতোঃ
"আল্লাহ আজকে ভালো ভাবে পার করে দাও, মসজিদে টাকা দিবো।"
এভাবে দিনের পর দিন যায়, কিন্তু হামিদ কখনোই মসজিদে টাকা-পয়সা দেয় না। তার সাথের অন্যরা জিজ্ঞেস করলোঃ
"কিরে? তুই প্রতিদিন জঙ্গল দিয়ে আসার সময় ওয়াদা করিস মসজিদে টাকা দিবো, কখনো টাকা দিস না যে।"
সে উত্তর দিতোঃ
"আমি টাকা দিবো কেন? আল্লাহ আমাকে ভয় দেখাইছে, আমি আল্লাহকে লোভ দেখাইছি!"
হামিদ আঙ্কেল হয়তো ঐ বয়সে ভাবতো যে, আল্লাহ তার চালাকি বুঝতে পারে না।
গল্পটা হাসির। কিন্তু, আমরা সবাই কি আসলে ঐ হামিদের এক একটা প্রতিচ্ছবি? যখন বিপদ-আপদ-ঝামেলা-অসুখ আসে, তখন আল্লাহ ভক্তি বেড়ে যায়। যখন দিনকাল ভালো যায়, নিজের মত চলাফেরা করি।

No comments:

Post a Comment