Sunday, September 9, 2018

শয়তানে লারে চারে

ছোটবেলায় সন্ধ্যায় পড়তে বসলে নিয়ম করে কারেন্ট যেতো। ঐ সময় আম্মু মোম জ্বালায় দিতো অথবা হ্যারিকেন। পড়ার ফাঁকে ফাঁকে মোম নিয়ে বিরাট দুষ্টামি চলতো। এক মোম দিয়ে আরেক মোমের মাঝে গলাতাম, মোম গলিয়ে গলিয়ে স্ট্যাচু বানাতাম। আম্মু একটু পর পর এসে দেখত কি করতেছি। এই রকম অপকর্ম করা অবস্থায় দেখতে পেলে, পিছন থেকে পিঠের উপর একটা থাপ্পর দিয়ে বলতঃ
"শয়তানে খালি লারে চারে?"
বড় হয়ে যাওয়ার পর, এখনও মাঝে মাঝে "শয়তান লারে চারে"। মনে হয়, আম্মু এসে যদি একটা পিঠের উপর থাপ্পর দিয়ে দিতো, তাহলে আবার ট্র্যাকে ফেরত আসতাম।

No comments:

Post a Comment