Sunday, September 9, 2018

বেষ্ট রিডিং অফ ২০১৭

২০১৫ তে অনেক বই পড়া হয়। ২০১৬ কিছুটা মন্দা যায়। ২০১৭ তে আবার বেশ অনেক বই পড়ার সৌভাগ্য হয়। ২০১৭ তে ডিজিটাল ফরম্যাট এবং হার্ড কপি মিলিয়ে প্রায় ৩০ টার মত বই পড়া হয়। এর মাঝে উল্লেখযোগ্য কিছু বইয়ের লিস্ট দিচ্ছি। আগ্রহী কেউ পড়ে দেখতে পারেন।
Words and Rules (Steven Pinker)
E-Squered (Pam Grout)
A Feeling for the Organism (Evelyn Fox Keller)
A Mathematician’s Apology (G. Hardy)
What We Cannot Know (Marcus du Sautoy)
Born A Crime (Trevor Noah)
For the Love of Physics (Walter Lewin)
Nocturnes (Kazuo Ishiguro)
The Monk Who Sold His Ferrari (Robin Sharma)
The Imposter Syndrome (Hugh Kearns)
Ahmadinejad (Kasra Naji)
Meet Me in the Middle of the Air (Eric Schaller)
Egghead (Bo Burnham)
Academia Obscure (Glen Wright)
We Have No Idea (Jorge Cham)
What If (Randall Munroe)
Mindset (Carol Dweck)

No comments:

Post a Comment