Sunday, September 9, 2018

আমি তো একা না

"Sometimes you meet people for the season, Sometimes you meet people for the reason" - এটা Master of None টিভি সিরিজে আজিজ আনসারির একটা অসাধারণ ডায়ালগ।
জীবনে যেখানেই গিয়েছি, যাদেরকে পেয়েছি - সবাইকে এই দুইটা দলে সহজেই ভাগ করা যায়। আর কাউকে যদি আসলেই কোন "reason" এ পেয়ে থাকি তা সহজেই অনুভব করা যায়। বলা বাহুল্য, বাকিরা হারিয়ে যায় সময়ের সাথে - কারণে আর অকারনে। আর এই ছোট "reason" এর দলে আছে মূলত পরিবার আর কাছের কিছু বন্ধুরা। এই কারনেই সামাজিক রীতিনীতির সংজ্ঞা না মেনেও জীবন আলহামদুলিল্লাহ্‌ বলার মত।
The Office টিভি সিরিজের বস মাইকেলের ভাষায় বললেঃ "It's not about horniness, It's all about loneliness." যার খুব ছোট পরিসরে হলেও এই "reason" ক্যাটাগরিটা লাইফে আছে, সে একা না।

No comments:

Post a Comment