Sunday, September 9, 2018

পিসির পাওয়ার কর্ড

ইউনিভার্সিটি ছেড়ে আসছি প্রায় ৪ বছর। কিন্তু কিছু ব্যাপার আজও ছাড়তে পারি নাই। প্রায়শই এমন কিছু ঘটনা মনে পড়ে, আর নিজের থেকেই হাসি পায়।
আজ কফি খেতে খেতে গল্প করতেছিলাম আমার ইউনিভার্সিটির খুব কাছের এক বন্ধুকে নিয়ে। সে টিউশনিতে যাওয়ার সময় পিসির পাওয়ার কর্ড সাথে করে নিয়ে যেতো। কারণ, সে আর ছাত্র মিলে পড়ার নাম করে দরজা লাগিয়ে গেম খেলত। পরে ব্যাপারটা ক্লিয়ার হবার পর ছাত্রের বড় বোন পাওয়ার কর্ড খুলে নিয়ে গেছে। তাই বলে তো আর গেম খেলা বন্ধ থাকতে পারে না! তাই সে নিজের পিসির পাওয়ার কর্ড খুলে সকালে ক্লাসে নিয়ে আসতো। ক্লাস শেষ করে সেই পাওয়ার কর্ড নিয়ে পড়াইতে যেতো। ছাত্রের জন্য এতো ত্যাগ স্বীকার করা শিক্ষক খুব কমই আছে।

No comments:

Post a Comment