Sunday, September 9, 2018

ডুবন্ত লাইব্রেরী

How I Met Your Mother টিভি সিরিজে টেড রবিনকে একটা আরকিট্যাকচারাল উদাহারন দেয়, যা একই সাথে মজার এবং চিন্তা করার খোরাক যোগায়। সে একটা লাইব্রেরীর উদাহারন দেয়, যেটা ছিল ডিজাইন থেকে শুরু করে সব দিক থেকে পারফেক্ট। কিন্তু, কিছু দিন পর থেকে দেখা গেলো, ঐ লাইব্রেরী প্রতি বছর একটু একটু করে নিচের দিকে চলে যাচ্ছে। কারণটা ছিল ভবন নির্মাণের সময় সেখানে তারা বইয়ের ওজন হিসেব করে নাই।
এই ছোট একটা গল্পের সারাংশ মোটেই ছোট কিছু নয়। আমরা জীবনে পারফেকশনের জন্য অনেক খাটা খাটনি করলেও প্রায়ই বইয়ের ওজন হিসেব করতে ভুলে যাই। জীবনে অনেক দূর চলে এসে দেখা যায়, sinking library এর মত আমার পারফেক্ট জীবনও কেবল নিচের দিকে তলিয়ে যাচ্ছে।
এই sinking library একটা ওরিজিনাল স্টোরি। Folsom Library. ইন্টারনেটে এই ব্যাপারে অনেক আর্টিকেল আছে। How I Met Your Mother সিরিজটা সিটকম হিসেবে জনপ্রিয় হলেও, আমার কাছে এটাকে ফিলোসফিক্যালি অনেক উপরের মানের সিরিজ মনে হয়। কমপক্ষে, এই সিরিজ আমাকে ফিলোসফিক্যালি কয়েক গ্রেড উপরে তুলে দিছে।

No comments:

Post a Comment